রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার পরিচিতি সভা অনুষ্ঠিত শনিবার, ১৮ মে ২০২৪ ইং,

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১১১ বার পঠিত

টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার পরিচিতি সভা অনুষ্ঠিত শনিবার, ১৮ মে ২০২৪ ইং,

গাজীপুর জেলা ব্যুরো প্রদান মোঃ মুনসুর শেখ,
গাজীপুরের টঙ্গীতে সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন টঙ্গী বন্ধু সমাজ কল্যান সংস্থার নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় একটি রেস্তোরায় এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা অমল চন্দ্র ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল।
টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাসিক ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু, ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর আমির হামজা, সাবেক ছাত্রলীগ নেতা রাজিব হায়দার সাদিম, যুবলীগ নেতা লিটন উদ্দিন সরকার, সংগঠনের সাবেক সভাপতি সুজন সারোয়ার প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে কামরুল আহসান সরকার রাসেল বলেন, মানবিক সেবায় এই সংগঠন বিগত পাঁচ বছর যাবৎ যেভাবে সমাজের দুঃস্থ অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাড়িয়ে কাজ করে যাচ্ছে তা সত্যি প্রসংসার দাবীদার। এই সংগঠন পরিচালিত হচ্ছে একদল সংবাদ কর্মীর নেতৃত্বে। আমরা বিশ্বাস করি এভাবেই এই সংগঠন সবসময় তাদের কার্যক্রম দিয়ে সাধারণ মানুষের মন জয় করে নেবে। সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের উপদেষ্টা খোরশেদ আলম ও প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জাহাঙ্গীর আকন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন, সংগঠনের নবনির্বাচিত ১.সভাপতি মোঃ আল আমিন হোসেন, ২.সহ-সভাপতি মোঃ মোস্তফা মিয়া, ৩.সাধারণ সম্পাদক শেখ রাজিব হাসান, ৪.যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুনসুর শেখ, ৫.সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ বাবলু, ৬.কোষাধক্ষ্য মোঃ হায়দার খান, ৭.দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ৮.ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ে সম্পাদক মোঃ কাজী সোহাগ, ৯. সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ নূর আলম শেখ, ১০.স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক টিটন কুমার ঘোষ, ১১. কার্যনির্বাহী সদস্য মোঃ দেলোয়ার হোসেন। সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..