বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

টঙ্গী পূর্ব থানাধীন নদী বন্দর থেকে ৯ জন ডাকাত গ্রেফতার।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১০২ বার পঠিত

টঙ্গী পূর্ব থানাধীন নদী বন্দর থেকে ৯ জন ডাকাত গ্রেফতার।

গাজীপুর জেলা ব্যুরো প্রধান মোঃ মুনছুর শেখ

গোপন সংবাদের ভিত্তিতে,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দিক নির্দেশনায়, অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এর তত্ত্বাবধানে টঙ্গী পূর্ব থানার, এসআই মোঃ সাব্বির, সঙ্গীয় ফোর্স সহ একটি টিম, টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ, এর নির্দেশে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এর নেতৃত্বে টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর নদী বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে ০৯(নয়) জন ডাকাতকে গ্রেফতারকৃত এদের কাছ থেকে উদ্ধার করা হয়। ০১(এক) টি তলোয়ার, ০১(এক) টি চাইনিজ কুড়াল, ০১(এক) টি ছুরা, ০৪(চার) টি সুইচ গিয়ার, ০২ (দুই) টি চাকু সহ ০৯(নয়) জন কে গ্রেফতার।
গ্রেফতারকৃতরা হলো ঃ ১। মোঃ শফিকুল ইসলাম বাবু (১৯), পিতা-মোঃ আঃ রহিম, সাং-আঠারবাড়ী, লেংরার মোড়, থানা-ঈশ^রগঞ্জ, জেলা-ময়মনসিংহ এ/পি সাং-পূর্ব আরিচপুর, জোড়া খাম্বা চাঁন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ২। মোঃ আঃ রহমান আশিক (১৮), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-শৈলেরকান্দা, বড়মুক্তা, ফুলতলা স্কুলের পাশে, থানা+জেলা-জামালপুর, এ/পি সাং-পূর্ব আরিচপুর, জোড়া খাম্বা ফজলু গাজীর বাড়ীর ভাড়াটিয়া, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ৩। তৌহিদ (২৮), পিতা-মোঃ আবুল বাশার, সাং-রাজবাড়ী, গুদারাঘাট, ইয়াছমিনের বাড়ীর পাশে, থানা-উত্তরখান, ঢাকা।
৪। মোঃ সৌরভ (১৯), পিতা-মোঃ ফারুক আহম্মেদ, সাং-পূর্ব আরিচপুর, বউ বাজার, গাজীবাড়ী, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ৫। মোঃ আল আমিন (২৫), পিতা-মৃত ইউসুফ, সাংÑদক্ষিন সাগরিড়া, মাশিবাড়ী, থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষীপুর এ/পি সাং-মীলগেইট, সোনালী রোড, থানা-টঙ্গী পশ্চিম, গাজীপুর। ৬। মোঃ ইমন (২১), পিতা-আনোয়ার, সাং- নোয়াগাঁও (ভাসমান), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ৭। মোঃ আরিফ (১৯), পিতা-মাইন উদ্দিন, সাং-হরিনারায়ণপুর, চানুমিয়ার বাড়ী, থানা-মনোহরদী, জেলা-নরসিংদী এ/পি সাংÑপূর্ব আরিচপুর, জোড়াখাম্বা কাশেমের বাড়ীর ভাড়াটিয়া, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর।
৮। মোঃ ইয়াছিন (১৯), পিতা-ফারুক, সাং-মাছিননগর বাজার, থানা- বাঞ্ছারামপুর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এ/পি সাং-পূর্ব আরিচপুর জোড়া খাম্বা শফি আলমের বাড়ীর ভাড়াটিয়া, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ৯। মোঃ শাকিল(১৯), পিতা-সোহরাব আলী, সাং-কাজিরকাটা, মোল্লাবাড়ী, থানা-মেলান্দহ্ন, জেলা- জামালপুর এ/পি সাং-পূর্ব আরিচপুর জোড়া খাম্বা রিপন কমিশনারের বাড়ীর ভাড়াটিয়া, থানা- টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর। গ্রেফতারের সময় তাদের নিকট থেকে ০১(এক) টি তলোয়ার, ০১(এক) টি চাইনিজ কুড়াল, ০১(এক) টি ছুরা, ০৪(চার) টি সুইচ গিয়ার, ০২ (দুই) টি চাকু উদ্ধার করা হয়। উক্ত আসামীগণ দীর্ঘদিন যাবৎ স্টেশন রোড হইতে পূর্ব আরিচপুর নদীবন্দর এলাকা সহ টঙ্গী বাজার গামী ময়মনসিংহ হইতে ঢাকাগামী মহাসড়কে পথচারী লোকজনদের নিকট থেকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণলংকার ও মূল্যবান জিনিসপত্র ছিনাইয়া নিয়ে যায়।
উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

টঙ্গী পূর্ব থানা এলাকার সন্ত্রসাী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা পুলিশি অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..