টঙ্গী পূর্ব থানাধীন এলাকা থেকে ৯ জন ডাকাত গ্রেফতার।
গাজীপুর জেলা ব্যুরো প্রধান মোঃ মুনছুর শেখ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের দিক নির্দেশনায়, অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এর তত্ত্বাবধানে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে, এসআই মোঃ সাব্বির ও সঙ্গীয় ফোর্স সহ একটি টিম, গাজীপুর মেট্রো পুলিশ কমিশনারের নেতৃত্বে টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড হইতে শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতু পর্যন্ত অভিযান পরিচালনা করে ০৯(নয়) জন ডাকাতকে বিভিন্ন স্থান হইতে গ্রেফতার করা হয়।
এদের কাছ থেকে উদ্ধার করা হয়। ০৪(চার) টি রামদা, ০১(এক) টি চাপাতি, ০১(এক) টি চাইনিজ কুড়াল, ০২(দুই) টি চাকু, ০১(এক) টি সুইচ গিয়ার সহ ০৯(নয়) জন কে গ্রেফতার।
গ্রেফতারকৃতরা হলো ঃ ১। মোঃ সুমন (২৬), পিতা-মোঃ হাবিব, সাংÑশাইলাটি, থানা-তাড়াইল, জেলা-কিশোরগঞ্জ এ/পি সাং-ব্যাংকের মাঠ বস্তি, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ২। মোঃ জাবেদ (২৩), পিতা- মৃত নূরু মিয়া, সাং-এরশাদনগর, ০৭নং বøক, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ৩। শাকিল (২২), পিতা-বাবুল মিয়া, সাং- আমিরগঞ্জ, থানা-রায়পুরা, জেলা- নরসিংদী এ/পি সাং-মরকুন তিস্তারগেইট, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ৪। তামিম (২২), পিতা-সোহরাব হোসেন বাবু, সাং- আমতলী কেরানীরটেক, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ৫। বোরহান (২২), পিতা- আলতাব আলী, সাং-শংকরপুর, থানা- জামালপুর সদর, জেলা-জামালপুর এ/পি সাং-ব্যাংকের মাঠ বস্তি, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ৬। নিশান (৩০), পিতা-নাজিম উদ্দিন @ নাজু, সাং-মাছিমপুর, স্টেশন রোড, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ৭। মহসিন (২৩), পিতা-শুক্কুর আলী, সাং-মিরাশপাড়া, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ৮। রাজীব (২২), পিতা-হেলাল উদ্দিন, সাং-চরমদাখালী, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ, এ/পি সাং-চান্না, থানা-বাসন, গাজীপুর। ৯। আজিজুল (১৯), পিতা-আনছার আলী, সাং- মুক্তাগাছা পাখির মোড়, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ এ/পি সাং-আমতলী কেরানীরটেক, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর।
গ্রেফতারের সময় তাদের নিকট থেকে ০৪(চার) টি রামদা, ০১(এক) টি চাপাতি, ০১(এক) টি চাইনিজ কুড়াল, ০২(দুই) টি চাকু, ০১(এক) টি সুইচ গিয়ার উদ্ধার করা হয়। উক্ত আসামীগণ দীর্ঘদিন যাবৎ স্টেশন রোড হইতে শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতু নীচে নতুন বাজার এলাকা সহ টঙ্গী বাজার গামী ময়মনসিংহ হইতে ঢাকাগামী মহাসড়কে পথচারী লোকজনদের নিকট থেকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণলংকার ও মূল্যবান জিনিসপত্র ছিনাইয়া নিয়ে যায়।আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
টঙ্গী পূর্ব থানা, অফিসার ইনচার্জ বলেন, এলাকার সন্ত্রসাী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা পুলিশি অভিযান অব্যাহত আছে।