টঙ্গী পশ্চিম থানা বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রশস্ত্র ও ছিনতাইকৃত ০৯ টি মোবাইল সহ ১৩ ডাকাত কে গ্রেফতার।
গাজীপুর জেলা ব্যুরো প্রধান মোঃ মুনছুর শেখ
ইং-২৩/১০/২০২২ খ্রিঃ রাত ০০.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টঙ্গী পশ্চিম থানাধীন টঙ্গী ব্রীজের উত্তর পাশে হাজী মাজার বস্তির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কতিপয় দুস্কৃতিকারী ধারালো অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া ডাকাতির জন্য সমাবেত হইয়া ডাকাতির প্রস্তুতি নিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে রাত ০১.১০ ঘটিকার সময় সেখানে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে তাদের কে গ্রেফতার করা হয় । এরা হলো ১। সঞ্জিত দাস (২০), পিতা-মৃত দিলিপ দাস, মাতা-মালতি দাস, স্থায়ী গ্রাম-ভরান হাজীর মাজার বস্তি, উপজেল/থানা-টঙ্গী পশ্চিম গাজীপুর মহানগর, গাজীপুর, ২। মোঃ মানিক (২০), পিতা-মৃত হানিফ কবিরাজ, স্থায়ী গ্রাম-সাজেনপুর, উপজেলা/থানা-ভেদরগঞ্জ, জেলা-শরিয়তপুর, বর্তমান গ্রাম-মধুমিতা রোড, মজিদ মিয়ার ভাড়াটিয়া, উপজেল/থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর, ৩। মোঃ সাকিব (২৪), পিতা-মোঃ ইয়াসিন, মাতা-ফিরোজা বেগম, স্থায়ী গ্রাম-হাজীর মাজার বস্তি, উপজেল/থানা-টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর, গাজীপুর, ৪। আবু কালাম (২৮), পিতা-মৃত এলাহি ভরসা, মাতা-নরুন্নাহার বেগম, স্থায়ী গ্রাম-ঘাঘুটিয়া, উপজেলা/থানা-রায়পুরা, জেলা-নরসিংদী, বর্তমান গ্রাম-হাজীর মাজার বস্তি, উপজেল/থানা-টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর, গাজীপুর, ৫। মোঃ আরিফ (২৫), পিতা-মোঃ আমির হোসেন, মাতা-শিরিন, স্থায়ী গ্রাম-হাজীর মাজার বস্তি, উপজেল/থানা-টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর, গাজীপুর, ৬। সাব্বির (২০), পিতা-মৃত রুহুল আমিন, মাতা-সালেহা বেগম, স্থায়ী গ্রাম-ধোয়া পাকা, উপজেলা/থানা-শাহারাস্তি, জেলা-চাঁদপুর, বর্তমান গ্রাম-মধুমিতা কাঁচা বাজার, জালাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া, উপজেল/থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর, ৭। মধু মিয়া (২৮), পিতা-মৃত আঃ লতিফ, মাতা-মনি আক্তার, স্থায়ী গ্রাম-মাছিমপুর, নজরুলের বস্তি (ভাসমান), উপজেল/থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর, ৮। মোঃ রিয়াজ (১৯), পিতা-বাবুল মিয়া, মাতা-হাসিনা আক্তার, স্থায়ী গ্রাম-কোটবাড়ি, সবুজ মিয়ার ভাড়াটিয়া, উপজেলা/থানা-দক্ষিণখান, ঢাকা, ৯। স্বপন মিয়া (১৯), পিতা-মৃত আঃ কবির, মাতা-রাশেদা আক্তার, স্থায়ী গ্রাম-হাজীর মাজার বস্তি, উপজেল/থানা-টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর, গাজীপুর, ১০। মোঃ জিহাদুল (২৪), পিতা-মতিউর রহমান, মাতা-মৃত মর্জিনা বেগম, স্থায়ী গ্রাম-চকপাড়া, উপজেলা/থানা-চাঁপাইনবাবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, বর্তমান গ্রাম-আব্দুল্লাহপুর (ভাসমান), উপজেলা/থানা-উত্তরা পূর্ব, ঢাকা, ১১। মোঃ সুমন মিয়া (২৬), পিতা-মৃত আব্দুল আলি, মাতা-জোবেদা বেগম, স্থায়ী গ্রাম-রশিদপুর, উপজেলা/থানা-বিশ্বনাথপুর, জেলা-সিলেট, বর্তমান গ্রাম-বউ বাজার, সুমনের বাড়ির ভাড়াটিয়া, (ভাসমান), উপজেল/থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর , ১২। মোঃ নাইম (২০), পিতা- জামাত আলি শামীম, মাতা-আফরোজা আক্তার নুপুর, স্থায়ী গ্রাম-রুইয়ারবিল, থানা-আশাশনি, জেলা-সাতক্ষীরা, বর্তমান গ্রাম-যাত্রাবাড়ী, থানা-যাত্রাবাড়ী, ঢাকা (ভাসমান), ১৩। মোঃ রাফি (১৮), পিতা-মোঃ কামাল হোসেন, মাতা-মৃত রেশমা, স্থায়ী গ্রাম-চরকাজর, থানা-গলাচিপা, জেলা-বরিশাল, বর্তমান গ্রাম-বনমালা হাজী মার্কেট, হোসেনের বাড়ির ভাড়াটিয়া, উপজেল/থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুরদের হেফাজত থেকে উদ্ধারকৃত আলামত ১০(দশ) টি চাকু, ০১ (এক) টি দা, ০১ (এক) টি শাবল, ০১ (এক) টি রেঞ্জ, ০৯(নয়) টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাইকৃত মোবাইল সহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে টংগী পশ্চিম থানার মামলা নং ১৪ তাং-২২/১০/২০২২ ইং ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হইয়াছে।