শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

টঙ্গী পশ্চিম থানা পাশে পাওনা টাকা চাইতে গেলে হত্যার উদ্দেশ্য আতঙ্কিত হামলা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৯৭ বার পঠিত

টঙ্গী পশ্চিম থানা পাশে পাওনা টাকা চাইতে গেলে হত্যার উদ্দেশ্য আতঙ্কিত হামলা।

গাজীপুর জেলা ব্যুরো প্রধান মোঃ মুনছুর শেখঃ

টঙ্গী পশ্চিম থানাধীন এলাকা খাঁ পাড়া পাজ্ঞুখা রোড দোকানের সামনে দেখা হলে ৯,৫০,০০০/ নয় লক্ষ পঞ্চাশ হাজার পাওনা টাকা চাইলে, ১ নং। বিবাদী শরিফুল ইসলাম সজিব, ২৪, পিতা মোঃ সোজায়েত হোসেন বিপ্লব, মাথা, শামীমা বেগম, সাং টঙ্গী পশ্চিম পাজ্ঞুখা রোড থানা টঙ্গী পশ্চিম গাজীপুর মহানগর, ২। নং সোজায়েত হোসেন বিপ্লব, পিতা মৃত গেয়াস উদ্দিন মন্ডল, মাথা ৩ নং। বিবাদী শামীমা বেগম ৪৫, স্বামী সোজায়েত হোসেন বিপ্লব, সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন স্থায় ঠিকানা পাজ্ঞুখা রোড থানা টঙ্গী পশ্চিম মহানগর গাজীপুর। বাদী মোঃ শাহ আলম, ৪৮, পিতা আলীম উদ্দিন আকন্দ, তিনি বলেন ৯ বছর বিদেশে ছিলাম বর্তমানে আমি ডাইরী ফার্মের ব্যাবসা করি, খাদিজা মহল নামে বিল্ডিংটি ছয় তলা বিশিষ্ট, বিবাদীর নামে ৩ তালা ও ৪ তালার অর্ধেক অংশ রয়েছে, বাকী পুরো বিল্ডিং টা আমার, ও আমার স্ত্রী নিলুফা ইয়াসমিন, ৪২, এর নামে সাফ কবলা দলিলমূল্যে ভোগ দখলে করে আছি, আমি বিদেশে থাকাকালীন সময়ে, ২ নং বাবাদী আমার উপরোক্ত বাসার সকল ভাড়া উত্তোলন করিত, আমি বিদেশে থাকাকালীন সময়ে, ২। নং বিবাদী ৯,৫০,০০০/ নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা, তার নিকট জমা রাখে, এবং ৮০,০০০/ আশি হাজার টাকা গ্যাস বিল বকেয়া রাখে। বর্তমানে আমি বিবাদীর কাছে উপরোক্ত টাকা চাইলে বিভিন্ন তাল বাহানা দেই দিচ্ছে করে আসছে এবং ২১-১২-২০২২ ইং, আনুমানিক দুপুর ২,৩০ মিঃ ঘটিকার সময় আমার দোকানের সামনে লেবাররা কাজ করার সময় বিবাদীরা লেবারদের নিষেধ করে । উক্ত সময় আমি আমার বাসার নিচেই ছিলাম, আমি বিবাদীদের কাজ বন্ধ করার বিষয়ে জিজ্ঞাসা করিলে বিবাদীরা আমাকে হত্যার উদ্দেশ্যে লেবারদের কোদালের হাতল দিয়ে আমার মাথায় আঘাত করে এতে আমি মাথা সরিয়ে নিলে আমার ঘাড়ে আঘাত লাগে এ সময় আমি ডাক চিৎকার দিলে আমার ছেলে এগিয়ে এলে আমাকে ও আমার ছেলে কে সহ, বিবাদীরা বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কিল ঘুষি মারতে থাকে,ও আঘাত করে নিলা ফুলা জখম করে এসময় এলাকার লোক জন এগিয়ে আসলে বিবাদীরা ঘটনা এস্থান থেকে পালিয়ে যায়। এবং পরিবারের সদস্যদের বিভিন্ন হুমকি প্রদান করে, আশপাশের এলাকার লোক আমাকে ধরে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার মেডিকেলে, নিয়ে গিয়ে চিকিৎসা করান ওই সময় ডাক্তার পরীক্ষা দিলে পরীক্ষার রিপোর্ট দেখে ডাঃ বলেছেন আমার ডান কাদের হার ভেঙ্গেছে এ বিষয়ে আমি থানায় তিনজন নাম উল্লেখ করে ও আরো অজ্ঞাতনামা দুই তিন জনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ দায়ের করি ।

এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম কাছে জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..