টঙ্গী পশ্চিম থানা কর্তৃক ১২০ পুড়িয়া হেরোইন সহ ১ জন আটক
গাজীপুর জেলা ব্যুরো প্রধান মোঃ মুনছুর শেখ,
গতকাল ৩০ শে ডিসেম্বর ২২ ইং তারিখ শুক্রবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার অভিযানে দক্ষিণ আরিচপুরস্থ পিংকী গার্মেন্টস মোড় থেকে ১ । মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করলে রাত ২১.৫০ ঘটিকার সময় আসামী ১। রিপন মিয়া (২২), পিতা-মৃত শাজাহান, মাতা- সালেহা, গ্রাম- ঝগড়ারচর, উপজেলা/থানা- শ্রীবর্দী, জেলা- শেরপুর বর্তমান গ্রাম- হাজী মাজার বস্তি, দক্ষিণ আরিচপুর, উপজেলা/থানা- টঙ্গী পশ্চিম, জিএমপি গাজীপুরকে ১১০ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করে। পরবর্তীতে উক্ত গ্রেফতারকৃত আসামীর মাদক দ্রব্য হেরোইনের উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদে সে জানায় ২ নং আসামী আরশেদ আলী (১৯), পিতা-অজ্ঞাত, স্থায়ী গ্রাম-মাজারবস্তি, উপজেলা/থানা-টঙ্গী পশ্চিম, জিএমপি গাজীপুর এর কাছ থেকে কিনে খুচরা ও পাইকারি বিক্রি করে থাকে।পালাতক অন্য আসমীকে গ্রেফতারের অভিযান অব্যহত আছে। গ্রেফতারকৃত আসামীদের ও পলাতক আসমীর বিরুদ্ধে টংগী পশ্চিম থানার মামলা নং ১৮ তাং ৩১/১২/২০২২ খ্রীঃ ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ৮(খ)/৪১ রুজু করা হয়েছে।এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বলেন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে। আর মাদক, ছিনতাই, ডাকাতি,চুরি সহ সকল অপরাধ মূলক কর্মকান্ডের ব্যাপারে অভিযান সব সময় অব্যহত থাকবে।