টঙ্গী পশ্চিম থানা এলাকায় দস্যুতা সংঘটন কালে অটোরিক্সা সহ ৩ জন ছিনতাইকারী গ্রেফতার।
গাজীপুর জেলা ব্যুরো প্রধান মোঃ মুনছুর শেখ
২৮/১১/২০২২ ইং,গাজীপুর টঙ্গী পশ্চিম থানার অভিযানে খরতৈল হিন্দুপাড়া গলির ভিতর হইতে দস্যুতা সংঘটন কালে রাত ৮.৪৫ মিনিটের সময় ১ টি ছিনতাইকৃত অটোরিক্সা সহ তাদের গ্রেফতার করা হয়। এরা হলো মোঃ শেখ (২৫) পিতা-আব্দুল সামাদ সাং-গভরা কোরা থানা-হালুয়াঘট জেলা-ময়মনসিংহ এপি-খরতৈল ব্যাংকপাড়া থানা- টঙ্গী পশ্চিম জিএমপি গাজীপুর, ২। মোঃ সোহেল মিয়া (২৫) পিতা- বাদশা মিয়া সাং বাকাকুড়া থানা-ঝিনাইগাতি জেলা- শেরপুর এপি-মুদাফা থানা-টংগী পশ্চিম জিএমপি গাজীপুর। ৩ । মোঃ মোশারফ (৩৫) পিতা- মোজাম্মেল সাং বাটজোর থানার বকশিগঞ্জ জেলা-জামালপুর এপি-বড়দেওড়া থানা-টংগী পশ্চিম জিএমপি গাজীপুর। গ্রেফতারকৃতদের কে জিজ্ঞাসাবাদে জানায় যে তারা পলাতক আসমী শওকত(৪২) সহ ডিএমপি ও জিএমপির আশেপাশের এলাকাগুলোতে ছিনতাইয়ের ঘটনা ঘটায়।পালাতক আসমীকে গ্রেফতারের অভিযান অব্যহত আছে।
গ্রেফতারকৃত আসামীদের ও পলাতক আসমীর বিরুদ্ধে টংগী পশ্চিম থানার মামলা নং ৩০ তাং ২৯/১১/২০২২ খ্রীঃ ধারা- ৩৯২/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে।