মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন

টঙ্গীর কেরানিটেক বস্তি যেন মাদকের অভয়ারণ্য

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৩ বার পঠিত

টঙ্গীর কেরানিটেক বস্তি যেন মাদকের অভয়ারণ্য

 

গাজীপুর মহানগর প্রতিনিধিঃ

গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী পূর্ব থানাধীন ৪৬ নং ওয়ার্ড আমতলী কেরানির টেক বস্তি যে কোন অপরাধীদের বসবাসের অভয়ারণ্য হিসেবে সুপরিচিত। অনুসন্ধান করে জানা যায় টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে কয়েক গজের মধ্যে এলাকা টি অবস্থিত এবং তথ্য মতে জানা যায় বহু অপকর্মের মূল হোতা একাধিক অবৈধ মাদক মামলার আসামিরা টঙ্গী সিটি কর্পোরেশন ৪৬ নং ওয়ার্ড কেরানীটেক বস্তিকে নিরাপদ স্হান হিসাবে বেছে নিয়েছে।সরেজমিনে এলাকায় গিয়ে জানা যায়, আমতলী কেরাণীরটেক বস্তি এলাকার মাদক ব্যবসায়ীদের অত্যাচারে টঙ্গীর বহু সচেতন মহল অতিষ্ঠ হয়ে পড়েছে। কিছুূদিন আগেও যারা দিন আনতে পান্তা ফুরাতো এখন তারা কোটি টাকার মালিক গড়েছেন আলিশান বাড়িঘর, কিনেছেন কয়েক কোটি টাকার সম্পদ।

টঙ্গীর আমতলী কেরানির টেক মাদক সম্রাট ও সম্রাঞ্জীদের দের মধ্যে যাদের নাম চলে আসে তাদের মধ্যে কাদির এবং মেয়ে রুনা, কারিনা, আমেনার ছেলে আমির,জীবন কুলসুম প্রশাসনের সোর্স আনু উজ্জল বেবি স্বর্ণা শারমিন আউয়াল রহিমা মেয়ে ও ছেলে রানী, মুন্না,সাগর সিকদার, খালেকের বউ টুনি, খালেকের ভাই দুলাল।দুলালের মেয়ের জামাই রাসেল,(ফরহাদ হত্যা মামলার আসামি) ইয়াবা ব্যবসায়ী সম্রাট ঝরনা মার্ডার মামলার আসামি ঝরনার স্বামী রুবেল, বেবির মেয়ে রানী, সোর্স কানা সুমনের বউ আখি এসকল চিহ্নিত মাদক ব্যবসায়ীরা গাজীপুরের টঙ্গী ৪৬ নং ওয়ার্ডে চুরি ডাকাতি ছিনতাই মার্ডার অবৈধ মাদক ব্যবসাসহ বিভিন্ন কৌশল অবলম্বন করে জঘন্যতম অপরাধ মূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার নাকের ডগায়। তাদের অবৈধ কার্যকলাপ গুলো চালিয়ে যেতে প্রশাসনের কোন বেগ পোহাতে হয় না। তাই এলাকাবাসীর দাবী অতিসত্বর এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠিন বিচারের জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..