বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন

টঙ্গীবাড়ীতে রাতের আধারে জোরপূর্বক ঘর তুলার অভিযোগ বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৯ বার পঠিত

টঙ্গীবাড়ীতে রাতের আধারে জোরপূর্বক ঘর তুলার অভিযোগ বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মুলচর গ্রামে রাতের আধারে অন্যের জায়গা দখল করে জোরপূর্বক ঘর তোলার অভিযোগ উঠেছে বহিষ্কৃত বিএনপি নেতা শামীম মোল্লার বিরুদ্ধে। মূলচর গ্রামের লালচান বকাউলের ছেলে আজিজুল বকাউল এ অভিযোগ করেছেন। তিনি বলেন, আমি জমি ক্রয় করার পরে বিএনপি নেতা শামীম মোল্লার লোকজন আমাকে হুমকি ধমকি দিয়ে আসছে। আমার জমিতে আমরা গেলে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে কয়েক দফায় মিজান খান, মুন্সীগঞ্জ ডিবি অফিস ও শামীম মোল্লার বাড়িতে বিচার শালিসে বসা হয়েছে। প্রতি বারেই আমার প্রতিপক্ষ আমাকে জমির টাকা দিয়ে দখলে নিতে চেয়েছিলেন কিন্তু আমি সেটা না মানায় কোনো সমাধান হয়নি। গত (১৩ জানুয়ারি) সোমবার দিবাগত গভীর রাতে দলবল নিয়ে জোরপূর্বক আমার জায়গায় ঘর তুলে দখল করতে যায়। পরে আমি পুলিশের শরণাপন্ন হলে সকালে পুলিশ এসে ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, মুলচর গ্রামে রজতরেখা নদীর পাড়ে একটি ঘর আংশিক তোলা হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশের অভিযানে ঘর নির্মাণ কাজ বন্ধ রাখা হয়।

জানাযায়, ১৯৩৪ সালে রেজিস্ট্রিকৃত জমি ভোগদখলে থাকা অবস্থায় মো. হোসেন মিয়াকে ওয়ারিশ রেখে মৃত্যুবরণ করেন। অতঃপর ১৯৯৯ সালে মো. হোসেন মিয়া মো. আবেদ আলী মোল্লার নিকট সাফ কবলা বিক্রয় করে দখল বুঝিয়ে দেয়। পরে আবেদ আলী মোল্লা তার ওয়ারিশ ৪ছেলে ও ২ কন্যা রেখে মৃত্যুবরণ করেন। পরে ওয়ারিশগণ ২০১৪ সালে নামজারী করেন। এবং ২০২১ সালে বাবুল গং থেকে আজিজুল বকাউল গং ক্রয় করেন। এবং নিজের নামে নামজারী করেন।

এ ব্যাপারে দিঘিরপাড় বাজারের ব্যবসায়ী মান্নান খান বলেন, শামীম মোল্লার বাড়িতে এই বিষয়টি নিয়ে বসা হয়েছিল। তখন শামীম মোল্লা জমির মূল্য বাবদ আজিজুল বকাউলকে ৪০ লক্ষ টাকা দিতে চাইলে সেই প্রস্তাবে আজিজুল বকাউল রাজি হয়। দের মাসের মধ্যে টাকা দিয়ে জমি রেজিস্ট্রি করার কথা ছিল কিন্তু দের মাস পেরিয়ে গেলেও শামীম মোল্লা টাকা নিয়ে জমি রেজিস্ট্রির জন্য আসেনি। পরে প্রায় আড়াই মাস পর শামীম মোল্লা জমি রেজিস্ট্রি করতে চায়। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার কারণে আজিজুল এই দামে জমি বিক্রি করতে চায়না। পরে গতকাল রাতের আধারে আজিজুল এর বাড়িতে জোরপূর্বক ঘর তুলতে যায় এবং পুলিশ এসে ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

এ ব্যাপারে দিঘীরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর আলম সিদ্দিক বলেন, আমরা অভিযোগ পেয়ে ঘর নির্মাণ কাজ বন্ধ করে রেখেছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..