বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

টঙ্গীবাড়ীতে রাতের আধারে বাড়িতে ঢুকে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১ বার পঠিত

টঙ্গীবাড়ীতে রাতের আধারে বাড়িতে ঢুকে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানাধীন একটি বাড়িতে দুর্বৃত্তদের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টায় টঙ্গিবাড়ী উপজেলার সোনারং পেট্রোল পাম্প সংলগ্ন মাষ্টার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত হাফেজ মাওলানা মিসবাহ উদ্দিন আবু বকর (৪২) ওই এলাকার আলহাজ্ব আবু বকর সিদ্দিক এর ছেলে। পরে আহতকে উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

মুন্সীগঞ্জ জেলা হেফাজত ইসলামের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সাজ্জাদ আল হোসেন বলেন, মধ্যরাতে হঠাৎ ঘরে ঢুকে পড়ে মুখ ঢাকা ২জন দুর্বৃত্ত অতর্কিত ভাবে হত্যার উদ্দ্যেশে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে। বাড়ির লোকজনের চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি আরও বলেন গত ১৭ই ডিসেম্বর ইজতেমার মাঠে সাদ পন্থীদের মাধ্যমে যে হামলার স্বীকার হয়েছে তাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তাদের নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। টঙ্গীবাড়ীতে সা’দ পন্থীদের সকল কার্যক্রম বন্ধ ছিল। গত মঙ্গলবার তারা পরামর্শ করে, রাতেও পরামর্শ করে। এই পরিপ্রেক্ষিতে মাওলানা মিসবাহউদ্দিন “সা’দপন্থী খুনিরা আবার একত্রিত হয়েছে” লিখে ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। এই পোস্টকে কেন্দ্র করে গত রাত ৩টায় তার নিজ বাড়িতে এই সন্ত্রাসী গোষ্ঠী তার উপরে বর্বরোচিত হামলা চালায় বলে আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি। অতএব সুষ্ঠ তদন্তের মাধ্যমে যারা এই হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছি।

এ ঘটনায় টঙ্গিবাড়ী উপজেলার উলামায়ে কেরাম ও সর্বস্তরের তৌহিদী জনতা দোষীদের চিহ্নিত করে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি উপজেলা হতে টঙ্গিবাড়ী থানায় গিয়ে শেষ হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন মুফতি ইসমাইল, মাওলানা সাইফুল্লাহ্, মুফতি আলমগীর, মুফতি আহসান উল্লাহ্ , মাওলানা সাজ্জাদ আল-হুসাইন, হাফেজ সামসুল আলম, মোঃ আনোয়ার সহ টংগিবাড়ী উপজেলার উলামায়ে কেরাম ও সর্বস্তরের তৌহিদী জনতা।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) মো. মুহিদুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। দোষীদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..