সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারী, উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৯ বার পঠিত

টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারী, উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস
গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রবিবার (২৭শে জুলাই ২০২৫ ইং) আনুমানিক রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ঐ নারীর নাম ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গা জেলার ৪ নম্বর ওয়ার্ড মসজিদ পাড়ার বাসিন্দা। তিনি মৃত ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে। দুই ভাই – লোটন ও শোভনের বোন জ্যোতি বর্তমানে হোসেন মার্কেট এলাকায় বাস করতেন এবং একটি ঔষধ কোম্পানিতে চাকরি করতেন।
রিপোর্টটি লেখা পর্যন্ত সোমবার (২৮ জুলাই) বেলা ১২.৩০টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঐ নারীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান ঐ নারী। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালায়। স্থানীয়রা উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঐ নারীকে উদ্ধারের চেষ্টা চালায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহিন আলম বলেন, রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ম্যানহোলের ভেতর নিখোঁজ ঐ নারীর সন্ধান চালাচ্ছেন। ম্যানহোলটির গভীরতা প্রায় দশ ফুট। আমরা অভিযান অব্যাহত রেখেছি।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইসকান্দার হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..