সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন

টঙ্গীতে ভবঘুরে ৪০ জনকে পুনর্বাসন কেন্দ্রে হস্তান্তর করেছে।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৯২ বার পঠিত

টঙ্গীতে ভবঘুরে ৪০ জনকে পুনর্বাসন কেন্দ্রে হস্তান্তর করেছে।

গাজীপুর জেলা ব্যুরো প্রধান মোঃ মুনছুর শেখ

টঙ্গী থেকে ভবঘুরে ৪০ জনকে মিরপুর সরকারি পুনর্বাসন আশ্রয়কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে তাদের পুনর্বাসন আশ্রয়কেন্দ্রে হস্তান্তর করা হয়। ভবঘুরে বলতে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় এমন লোকজনকে বলা হয়।
গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, টঙ্গী স্টেশন রোড থেকে শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচ পর্যন্ত বিভিন্ন স্থানে অবস্থানরত ছিন্নমূল, মাদকাসক্ত, পথশিশু, আশ্রয়হীন, গৃহহীন ও অসহায় ভবঘুরে ৪০ জনকে মিরপুর সরকারি পুনর্বাসন আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম ও গাজীপুরের জেলা প্রশাসক মো. আনিসুর রহমানের দিকনির্দেশনায় মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) সার্বিক তত্ত্বাবধানে টঙ্গী পূর্ব থানার পুলিশ এতে নেতৃত্ব দেয়। এ সময় উপস্থিত ছিলেন- টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসারসহ পুলিশ প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..