সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন

টঙ্গীতে বিশিষ্ট সমাজসেবক মোসলেম উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৮ বার পঠিত
টঙ্গীতে বিশিষ্ট সমাজসেবক মোসলেম উদ্দিন সরকারের
স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
 (গাজীপুর মহানগর) প্রতিনিধি : টঙ্গীতে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মরহুম মোসলেম উদ্দিন সরকারে মৃত্যুতে শোক সভা, আলোচনা ও দোয়া মাহফিল গতকাল বৃহস্পতিবার টঙ্গীর পূর্ব আরিচপুর বৌ-বাজার এলাকায় সরকার পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা মরহুম আলহাজ্ব মোসলেম উদ্দিন সরকারের কনিষ্ঠ পুত্র লিটন উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং মরহুমের বড় ছেলে মোস্তফা সরকারের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো: গিয়াস উদ্দিন সরকার, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আমান উদ্দিন সরকার, মরহুমের মেঝু ছেলে টুটুল সরকার, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাবিদ আহমেদ সুমন সরকার, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহিম খান কালা, টঙ্গী পূর্ব থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান, টঙ্গী পূর্ব থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেনজির আহমেদ পিন্টু, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা কে এম পলাশ মাহমুদ জলিল, আসাদুজ্জামান খান জনি, ৫৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাজী মো: শাহ আলম, মাজহারুল ইসলাম কাকন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মরহুম আলহাজ্ব মোসলেম উদ্দিন সরকারের ব্যক্তি জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, মোসলেম উদ্দিন সরকার ছিলেন একজন দানবীর, সমাজসেবক, শিক্ষানুরাগী, সৎ ও আদর্শবান। তার ন্যায়নীতি ও সততা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তার পরিবারের সকলের মঙ্গল কামনা করে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, মোসলেম উদ্দিন সরকার কিডনি জনিত রোগে দীর্ঘদিন অসুস্থ থাকার পর, ৭০ বছর বয়সে চিকিৎসারত অবস্থায় উত্তরা আইসি হাসপাতালে গত ৫ই আগস্ট তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..