বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন

টঙ্গীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪২ বার পঠিত

টঙ্গীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুর মহানগর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে বিয়ের আশ্বাসে গার্মেন্টসের এক নারী আইটি কর্মকর্তাকে (২৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় গাজীপুরা বাইগারটেক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রাজু আহম্মেদকে রোববার দুপুরে গ্রেফতার করেছে স্থানীয় থানা পুলিশ।

অভিযুক্ত রাজু আহম্মেদ কুষ্টিয়া ভেড়ামারা থানার কুদালীপাড়া গ্রামের আ: রউফ মিয়ার ছেলে সে আশুলিয়া জিরাবো এলাকায় থাকে।

মামলা সূত্রে জানা যায়, ওই যুবতী গাজীপুরা এলাকার হোপলোন গার্মেন্টসে আইটি অফিসার হিসেবে কর্মরত রয়েছে। ৮ মাস পূর্বে মুঠোফোনের মাধ্যমে রাজু’র সাথে তার পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই সূত্রে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করেন তারা।

গত শুক্রবার রাত ৯ টার দিকে ওই যুবতীর বাইগারটেকের বাসায় আসে রাজু। সেখানে তাকে বিয়ের আশ্বাসে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত রাজু যুবতীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শণ করে। উপায়ান্তর না পেয়ে শনিবার রাতে ধর্ষিতা নিজে বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা (নং ৫) দায়ের করেছে। পরে আশুলিয়া থানা পুলিশের সহায়তায় রোববার দুপুরে জিরাবো এলাকায় রাজুর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..