টঙ্গীতে পুলিশিং ডে ২০২১ পালন
মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুর মহানগর প্রতিনিধিঃ কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সকাল ১১ঃ০০ ঘটিকায় টঙ্গী পশ্চিম থানাধীন টঙ্গী সরকারি পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন খন্দকার লুৎফুল কবির পিপিএম-সেবা, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
বিশেষ অতিথি শামসুন নাহার ভূঁইয়া, এমপি, সংরক্ষিত মহিলা আসন ৩১৩।
জনাব এস এম তরিকুল ইসলাম, জেলা প্রশাসক, গাজীপুর।
সভাপতিত্ব করেন মোহাম্মদ বরকতুল্লাহ খান, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
আরো উপস্থিত ছিলেন মোঃ আবুল হোসেন কাউন্সিলর ৫৬ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন, নাজমা হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক সভাপতি টঙ্গী থানা আওয়ামীলীগ, তৌহিদুল ইসলাম দ্বিপ সাধারন সম্পাদক মহানগর ছাত্রলীগ, আব্দুল আল মামুন মন্ডল কাউন্সিলর ৩৫ নং ওয়ার্ড,লিটন উদ্দিন সরকার টঙ্গী থানা যুবলীগ, আয়শা আক্তার আশা আহবায়ক টঙ্গী পশ্চিম থানা মহিলা আওয়ামীলীগ প্রমুখ।