বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

টঙ্গীতে ডাকাত দলের ৫ সদস্য আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২০৪ বার পঠিত

মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। সোমবার ভোর রাতে গাজীপুর মহানগর টঙ্গী  এরশাদ নগর (বাস্তহারা) বাসস্টেন্ডের বিপরীত পাশে নিপ্পন গার্মেন্টসের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে দেশীয় সামুরাই, চাইনিজ কুড়াল সহ ৫ টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, রবিন (২৬), অন্তর (২০), কাউসার উরফে শান্ত (২৬) আকরাম(২৭), ও শুভ (২৬) তারা সকলই টঙ্গীর এরশাদ নগর (বাস্তহারা) এলাকায় বসাবাস করতো। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে সক্রিয় ডাকাত দলের ৫ সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে  বিভিন্ন থানায় একাদিক মামলা ও অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরি, ছিনতাই, ডাকাতির কাজে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..