মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন

টঙ্গীতে ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নিলেন শিক্ষক শিক্ষিকা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৮ বার পঠিত
টঙ্গীতে ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নিলেন শিক্ষক শিক্ষিকা
মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুর মহানগর প্রতিনিধিঃ বিশ্ব  মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ৫৪৪দিন পর স্কুল কলেজ খোলার আমেজে শিক্ষার্থীদের এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নিলেন টঙ্গীর ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ। ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিদর্শনে জেলা শিক্ষা কর্মকর্তা এসে পরিদর্শন বইতে স্বাক্ষর করে প্রতিষ্ঠানের উত্তর উত্তোর সাফল্য কামনা করেন। রবিবার সকালে প্রত্যেক ছাত্রছাত্রী আনন্দমুখর পরিবেশে স্কুলে প্রবেশ করে। এ সময় স্কুলের প্রধান ফটকে স্বাস্থ্য তাপমাত্রা নিরীক্ষা, হ্যান্ডস্যানিটাইজার ব্যবহারের মাধ্যমে স্কুল কক্ষে নির্দিষ্ট দূরত্বে বজায় রেখে শ্রেণি কক্ষে পাঠদানের কার্যক্রম শুরু করে। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের মূল ফটকে অধ্যক্ষ মনিরুজ্জামানের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন, সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের প্রভাতী শাখার সহকারী প্রধান আব্দুল মতিন, দিবা শাখার সহকারী প্রধান আবুল কাশেম, শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল, সিনিয়র শিক্ষক জি এম ফারুক,  সহকারী অধ্যাপক , আব্দুল মোতালেব, আনোয়ারুল কবির, জান্নাতুল আকরাম, ইয়াসমিন নাহার, ইলিয়াস উদ্দিন আকন্দ, চৌধুরী মতিন প্রমুখ।
এবিষেয়  টঙ্গী থানা শিক্ষা অফিসার শিখা বিশ্বাস বলেন, আমরা বিভিন্ন স্কুল পরিদর্শন করেছি।  আমাদের উর্দ্ধতন কর্মকর্তাদের যে সকল নির্দেশনা ছিলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো তা মেনে কার্যক্রম পরিচালনা করছে । এতে কোমলমতি শিশুরা স্কুলে আসতে পেরে খুবই আনন্দিত।
এছাড়াও টঙ্গীর পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ, কাদেরিয়া টেক্সটাইল আদর্শ উচ্চ বিদ্যালয়, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ, কাদেরিয়া টেক্সটাইল মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়, আল হেলাল একাডেমী, স্কয়ার স্কুল, গোল্ডেন লাইফ আইডিয়াল স্কুল, কনফিডেন্স স্কুল, মামদী মোল্লা উচ্চ বিদ্যালয়, খাঁপাড়া বিদ্যানিকেতন, পাইওনিয়ার স্কুল, মেরিট স্কুল, লেসন আইডিয়াল স্কুল, এক্সিসেলেন্ট স্কুল, আব্দুল মজিদ স্কুল এন্ড কলেজ, টঙ্গী কমার্স কলেজ, আউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, টিএন্ডটি কলোনী আদর্শ উচ্চ বিদ্যালয়, শিলমুন আব্দুল হাকিম মাষ্টার উচ্চ বিদ্যালয়, এম এম মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়, মন্নু টেক্সটাই মিলস্ উচ্চ বিদ্যালয়,নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়,টঙ্গী রেলওয়ে শিশু বিদ্যা নিকেতন এর ছাত্র /ছাত্রীরা আনন্দ উল্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীরা সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ক্লাশ শুরু করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..