টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ০১
মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুর মহানগর প্রতিনিধিঃ
নারী মায়ের জাতি,নারী মমতাময়ী। কিন্তু কিছু কিছু নারী জরিয়ে পরেছে মাদক ব্যবসায় এই মমতাময়ী কে কবরস্থ করার পাশাপাশি ঐ নারীকে উপমা দেয় কালনাগিনী,ভয়ংকর সমাজ ধ্বংস কারি নারী হিসেবে। তদ্রূপ এমন এক নারী হলো ছবিতে যাকে দেখতে পাচ্ছেন সে তার নাম ফাতেমা(৫০) (তাকে সবাই কালি নামেই চিনে), পিতা -ফজলুল হক, সাং- আয়রন ঝাপসী থানা-কাউখালী,জেলা – পিরোজপুর, এ/পি- সাতাইশ খরতৈল, টংগী পশ্চিম থানা জিএমপি গাজীপুর। টংগীতে মাদক ব্যবসা করে কিনেন সে একাধিক বাড়ি।তার নামে টংগীসহ বিভিন্ন জেলায় ১০-১২ টার মতো মাদক মামলা আছে।টঙ্গীর অন্যতম বড় মাদক ব্যবসায়ী যিনি গাঁজার ডিলার হিসেবে খুচরা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে পরিচিত। আমাদের পাশ্ববর্তী দেশ ও সীমান্তবর্তী জেলা থেকে নিজে স্ব শরীরে এবং নিজস্ব লোকের মাধ্যমে টঙ্গীতে নিয়ে আসে মাদকের চালান এবং সরবরাহের মাধ্যমে ছড়িয়ে দেন টঙ্গী সহ রাজধানী ও আশেপাশের এলাকায়। গত ২৬/১০/২১ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শুভ মন্ডল ও সঙ্গীয় ব্যাচমেট এসআই আবুল কাশেম, জিএমপি ডিসি ক্রাইম সাউথ জনাব ইলতুৎমিশ ,এডিসি হাসিবুল হাসান, পীযুষ দে এবং টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম সুনির্দিষ্ট নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধায়নে মেইনরোডে চেকপোস্ট বসিয়ে টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ খরতৈল এলাকা হতে একটি নির্ঘুম রাত পেরিয়ে ২৭/১০/২০২১ ইং তারিখে বিকালের দিকে টার্গেট কৃত আসামী কালি কে ২(দুই) কেজি গাঁজা সহ আটক করতে সক্ষম হয়। এই সফল অভিযানে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানান উধ্বর্তন সকল অফিসারদের, সার্বক্ষণিক সহযোগিতা করার জন্য।
মাদক এবং মাদক ব্যবসায়ীদের সম্বন্ধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার করার মাধ্যমে মাদকমুক্ত বাংলাদেশ বিনির্মানে গর্বিত অংশীদার হওয়ার দাবী করেন
এসআই শুভ মন্ডল।