বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

ঝুঁকিপূর্ন ভবনে চলছে অফিসিয়াল কার্যক্রম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১ বার পঠিত

মুবাশশির আলম রাহুল, জামালপুর
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন পরিষদে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে অফিসিয়াল কার্যক্রম। এ বিষয়ে কেন্দুয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আতাহার আলী বলেন আমার অফিস রুমসহ চেয়ারম্যানের অফিস ও অফিস সহকারীর অফিসের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। সেই সাথে ছাদের একঅংশে ফাটল রয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানোর ব্যবস্থা নিচ্ছি। কেন্দুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন অফিসের দেওয়াল ও ছাদের অংশের ফাটল দেখা দিয়েছে। যা আমাদের কার্যক্রমে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জরুরী ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন। ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা শিক্ষক সুমনুর করিম বলেন ভবনটি নির্মান করা হয়েছে মাত্র কয়েকবছর হলো, শুধুমাত্র নিম্নমানের কাজ করার কারনে এভাবে ভবনের ফাটল দেখা দিয়েছে। যা খুবই ঝুঁকিপূর্ন। সদর উপজেলা প্রকৌশলী মোঃ আকরাম হোসেন তালুকদার বলেন ভবনের বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী বলেন পরিষদের ভবনের বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..