ঝিনাইদহ হতে হত্যাচেষ্টা মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬
মোঃমামুন হাচান স্টাফ রিপোর্টার
র্যাব-৬, তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, মানব পাচারকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে।
০৮ জানুয়ারী ২০২২ তারিখ রাত ০৯.০০ ঘটিকার সময় মামলার বাদী সাইদুর রহমান ঝিনাইদহ সদর থানাধীন বুটিয়ারগাতী হাফিজিয়া মাদ্রাসা হতে নিজ বাড়ি ফেরার পথে স্থানীয় আফাঙ্গীর হোসেনের মুদির দোকানের সামনে পৌছামাত্র পূর্ব শত্রুতার জেরে আসামী আলম সহ তাহার সংগীয় অন্যান্য আসামীরা বাদীকে খুন করার উদ্দেশ্যে ধারালো রামদা দিয়ে এলোপাতারীভাবে কোপাইয়া বাদীর মাথায় হাড়কাটা রক্তাক্ত গুরুতর জখম করে। বাদীর ডাকচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে বাদীকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে। পরে বাদী ঝিনাইদহ সদর থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করে। উক্ত ঘটনার বিষয়ে র্যাব-৬ মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৭ জানুয়ারি ২০২২ তারিখ র্যাব-৬, (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, বাদীর দায়েরকৃত ঝিনাইদহ জেলার সদর থানার মামলা নং-১৩, তারিখঃ ১০/০১/২০২২ ইং, ধারা-৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড এর ১নং পলাতক আসামী ঝিনাইদহ জেলার সদর থানাধীন হামদাহ মোড় এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে অভিযানিক দলটি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আলম(৪৪), পিতা-মন্টু, সাং-ভুটিয়ারগাতী, থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহ’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।