মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন

ঝিনাইদহ হতে ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৬৬ বার পঠিত

ঝিনাইদহ হতে ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬
তথ্য ও ছবি : আবু সাঈদ
ঝিনাইদহ জেলার সদর হতে ১৫০ বোতল ফেনসিডিল সহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করে র‍্যাব -৬ সিপিসি -২ ঝিনাইদহ ক্যাম্প।
আজ ৯ মার্চ শনিবার র‍্যাব -৬, সিপিসি-২, ঝিনাইদহ কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার সদর থানাধীন মধুপুর বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ভোরে চারটা ত্রিশ মিনিটের সময় জেলার সদর থানাধীন মধুপুর গ্রামে মধুপুর চৌরাস্তা (ঝিনাইদহ টু মাগুরা মহা সড়ক) বাজারের মেসার্স মীর ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে। আসামী দেলোয়ার এর পুত্র মোঃ জুবায়ের হোসেন ওরফে জুয়েল(৩০) ও মৃত মাহাতাব এর পুত্র মোঃ নাগর হোসেন (২৮) এবং শাহাজাদা এর পুত্র মোঃ রমজান হোসেন দেওয়ান ওরফে রমজান(৩০) কে আটক করে। এ সময় ১৫০ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ১৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঝিনাইদহ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..