মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:০০ অপরাহ্ন

ঝিনাইদহের মহেশপুরের কর্মহীন মোটরযান শ্রমিকগন পেলেন সরকারী সহায়তা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ১৭৮ বার পঠিত

 

মোঃ আমির হোসেন স্টাফ রিপোর্টারঃ করোনাভাইরাসের থাবায় থমকে গেছে গোটা পৃথিবী। মহামারীর এমন দাপট এর আগে কোনদিন দেখেনি বিশ্ব। বাংলাদেশেও  প্রাণঘাতী এ ভাইরাসের তান্ডবে ধমকে গেছে গোটা জনজীবন ।

করোনাভাইরাস প্রতিরোধে কঠোর লকডাউনে আছে পুরো দেশ। আতংক, উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছে ঘরবন্দি মানুষ। এমতাবস্থায় না খেয়ে যাতে কোন দুঃস্থ ও অসহায় লোক মারা না যায় সেই ব্যাপারে জরুরিভাবে প্রদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল থেকে বরাদ্ধ দেওয়া নগদ অর্থ সহ চাল, ডাল বা বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ শুরু করছেন বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ও স্থানীয় জন প্রতিনিধিগন।

প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে পাঠানো এসব ত্রান সামগ্রীর মধ্যে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মহেশপুর  পৌরসভা এলাকার কর্মহীন হয়ে পড়া মোটরযান শ্রমিকগনের মাঝে আজ ২৮শে জুলাই রোজ বুধবার বিকাল ৩ ঘটিকায় মহেশপুর পৌরসভার মেয়র জনাব আব্দুর রশিদ খানের উপস্থিতিতে মহেশপুর খাদ্য গুদাম থেকে নগদ অর্থ ও চাউল বিতরন করেন। এসময় আর ও উপস্থিত ছিলেন, মহেশপুর থানা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব মীর সাহেব আলী, মহেশপুর থানা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ও রির্পোটার বাংলা টিভির স্টাফ রিপোর্টার মোঃ আমির হোসেন, যুগ্ন- সাধারন সম্পাদক জনাব আব্দুল হান্নান সরকার, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আনার হেসেন, সড়ক ও দূর্ঘটনা বিষয়ক সম্পাদক জনাব মোঃ আক্তারুল জামান।

মহেশপুর পৌরসভার মেয়র জনাব আব্দুর রশিদ খান বলেন সরকারের দেওয়া ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে- বিভিন্ন  গ্রাম ও পাড়া-মহল্লার  কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশাজীবি, হতদরিদ্র ও করোনাকালীন  ক্ষতি গ্রস্থ হয়ে পড়া মানুষের মাঝে। আজ মোটর শ্রমিকদের কে দেওয়া হলো, এর আগে চায়ের দোকানদার, সেলুন দোকানদারদের মাঝে দেওয়া হয়েছে এবং আগামীকাল অটোরিকশা বা ইজিবাইক শ্রমিকদেরকে দেওয়া হবে তারপর রিকশা ভ্যান বা মিশুক শ্রমিকদের মাঝে ত্রান সামগ্রী ও নগদ অর্থ  বিতরন করার তালিকা করা শেষ হয়েছে, আমরা একদিনে সবাইকে দিতে গেলে অনেক মানুষের সমাগম হবে এজন্য ধাপে ধাপে স্বাস্থ্য বিধি মেনে এসব ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিতরন করে যাচ্ছি।

তিনি আর ও বলেন প্রধানমন্ত্রীর গৃহীত প্রদক্ষেপ, করোনার কারণে গৃহবন্দি থেকে কোন লোক যাতে না খেয়ে মারা না যায় সেটি নিশ্চিত করতে  হতদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবার খুঁজে বের করে  ত্রান সামগ্রী সুন্দর ও সুশৃংখলভাবে বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর প্রেরিত ত্রাণ সামগ্রী বিতরণে যাতে কোন প্রকার অনিয়ম না হয় সেজন্য তিনি প্রতিদিন নিজেই গ্রামে গ্রামে যাচ্ছেন ও তদন্ত করে সঠিক ব্যক্তির হাতে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..