শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন

জো বাইডেন ইরাকে আমেরিকান সৈন্যদের যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ১৭০ বার পঠিত

 

জসীম উদ্দিন ইতি
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরাকে আমেরিকান সৈন্যদের যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন।
যুক্তরাষ্ট্র সফররত ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমির সঙ্গে সোমবার হোয়াইট হাউসে বৈঠককালে বাইডেন এ ঘোষণা দেন।
এ সময় তিনি ইরাকে ১৮ বছর ধরে চলা সন্ত্রাসবিরোধী যুদ্ধ চলতি বছরের শেষ নাগাদ সমাপ্ত হবে বলে উল্লেখ করেন।
বাইডেন বলেন, ২০২১ সাল শেষে মার্কিন সেনারা ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও সহযোগিতা করার দায়িত্ব পালন করবে। কিন্তু তারা সরাসরি কোনো যুদ্ধে অংশ নেবে না।
যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করলেও ইরাক থেকে করবে কিনা সে সম্পর্কে অবশ্য বাইডেন কিছু বলেননি। তবে তিনি নিশ্চিত করেছেন, ইরাকে থাকা আড়াই হাজার মার্কিন সৈন্য আর কোন যুদ্ধে অংশ নেবে না।
তিনি বলেন, চলতি বছরের শেষ থেকে ইরাকে আমরা আর কোন যুদ্ধে জড়াচ্ছি না।
এদিকে বাইডেন ইরাকে অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনে মার্কিন সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, নির্বাচন সুুষ্ঠু করতে যুক্তরাষ্ট্র বাগদাদ,  উপসাগীয় সহযোগিতা পরিষদ ও জাতিসংঘের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
এদিকে খাদেমি বলেছেন, দেশের ভবিষ্যত নিয়ে আলোচনার জন্য তিনি ওয়াশিংটন সফরে এসেছেন।
তিনি আরো বলেন, আমেরিকা ইরাককে সহযোগিতা করছে। একসাথে লড়াই করে আমরা আইএসআইএসকে পরাজিত করবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..