মোঃ জুবায়ের হোসেন
স্টাফ রিপোর্টার :
মাদারীপু জেলা পুলিশ ও শ্রীনদী বাজার কমিটির হস্থ খেপো গতকাল ৭ ৬২০২১ ইং তারিখ থেকে কাচা বাজার মাছ বাজার সহ সকল দোকান পাট উনমুক্ত স্থানে বসানো হয়েছে।
আজ ও বাজার পরিদর্শনে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এফ এম ফুহাদ হাসান তিনি সকলকে সাস্থ্য বিধি মেনে কাচা বাজার ও মাছ বাজারের সকলকে দোকান পরিচালনা করার নির্দেশ দেন এবং মাক্স ছাড়া বিনা প্রয়োজনে ঘর থেকে বাহিরে না আসার জন্য জনগনকে হুশিয়ার করেন।
এদিকে সারাদেশের মতো মাদারীপুর জেলায়ও করোনার সংক্রমণ বেড়েই চলছে গত ৭ জুলাই ২৪ ঘন্টায় মাদারীপুরে ২৮১ জনের নমুনা পরিক্ষা করা হয় এর মধ্যে ৯১ জনের দেহে করোনা সনাক্ত হয়। তার মধ্যে সদরে ৩৬ জন, কালকিনি ২৪ জন,রাজিরে ১৪ জন এবং শিচরে ১৭ জন করোনা রুগী সনাক্ত হয়। এদিকে প্রতিটি গ্রামে জর ঠান্ডায় ভুগছে অনেক মানুষ। তবে গ্রামগঞ্জে ঘুরে দেখা যায় ছোট ছোট বিভিন্ন দোকানে মানুষের প্রচুর ভির দেখে মনে হয় গ্রামে করোনা ও লগডাউন বলতে কোনো কিছুই নেই বাড়ির আসে পাসে থাকা দোকান গুলো তে বাজারের চেয়ে ও অনেক ভির মাক্স ছাড়াও দেখা যায় অনেক লোকের ভির চায়ের দোকান গুলোতে। এলাকার কিছু সচেতন লোকের দাবি গ্রামের ভিতরে যদি প্রশাসন একটু নযর দিতো তা হলে ভালো হতো।