জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ ও বাংলাদেশ শিশু একাডেমি, মুন্সীগঞ্জ এর আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান, অনুষ্ঠিত।
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধ
মোঃ সাইফুল ইসলাম মোল্লা
আজ ১৪ অক্টোবর (মঙ্গলবার) “শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ” প্রতিপাদ্যকে ধারণ করে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ ও বাংলাদেশ শিশু একাডেমি, মুন্সীগঞ্জ এর আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ কামরান হোসেন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, গুণগতমানের শিক্ষাসহ শিশুর সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষাসহ তাদের স্বাভাবিক মানসিক বিকাশের পরিবেশ তৈরিতে কাজ করে যেতে হবে। তবেই আজকের শিশুরা দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে। অতঃপর শিশু একাডেমিতে প্রশিক্ষণরত শিশুদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করা হয় এবং সপ্তাহব্যাপী নানা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।