জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তার অবৈধ দোকানপাট উচ্ছেদ
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া নারায়ণগঞ্জকে গ্রীন এন্ড ক্লিন শহর পরিকল্পনার বাস্তবায়নের কাজ অব্যাহত রেখেছেন। প্রতিদিনই এর কাজ চলছে দুর্বার গতিতে। নারায়ণগঞ্জ শহরের সমস্ত এলাকা সহ সাইনবোর্ড, সানারপাড় ভুইঘর,জালকুড়ি, শিবু মার্কেট এলজিইডি মোর সহ সমস্ত এলাকার ব্যানার ফেস্টুন প্লে কার্ড অপসারণ করা হয়েছে। এতে শহরের সৌন্দর্য দৃষ্টিনন্দন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বৃদ্ধি পেয়েছে। সড়কের ওপর অবৈধ স্থাপনা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। আজ পহেলা বৈশাখ সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় মোবাইল কোর্টের মাধ্যমে সড়কের উপর অবৈধ দোকান উচ্ছেদ ও অপসারণ করা হয় জেলা প্রশাসকের নির্দেশে। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন আসাদুজ্জামান নূর, সহকারী কমিশনার (ভূমি), ফতুল্লা রাজস্ব সার্কেল।৬২ বিজিবি, নারায়ণগঞ্জ ও সিটি কর্পোরেশন!! পর্যায়ক্রমে সকল জায়গায় রাস্তার উপর অবৈধ দোকানপাট অপসারণ ও উচ্ছেদ অভিযান করা হবে।
পর্যায়ক্রমে পুরো নারায়ণগঞ্জ শহরকেই পরিষ্কার পরিচ্ছন্নতার আওতায় আনা হবে। কারণ গ্রীন এন্ড ক্লিন কর্মসূচি বাস্তবায়নের কাজ অব্যাহত চলছে এবং চলবেই বাস্তবায়নের আগ পর্যন্ত। উন্নত নাগরিক সেবা ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতের মাধ্যমে গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।এই কার্যক্রমকে নারায়ণগঞ্জ শহরবাসী সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসনকে।