জেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুস্থ হয়েছে পর্যবেক্ষক দলের রিপোর্ট
মোঃ আনছারুজ্জামান রংপুর বিভাগীয় বুড়ো প্রধান
গত ১৭ই অক্টোবর জেলা পরিষদ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে গাইবান্ধা জেলার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর একটি টিম গাইবান্ধা জেলার মোট সাতটি উপজেলা ভোট কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোটারদের উপস্থিতি ও ভোট প্রদান পদ্ধতি পর্যবেক্ষণ করেন পর্যবেক্ষণ কালে গাইবান্ধা জেলার সাতটি উপজেলা অবাধ সুষ্ঠ ও শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহণ হয় কোথাও কোন প্রকার অপ্রতিকর ঘটনা বা কোন সমস্যা দেখা যায় নি। ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও দায়িত্ব ছিল কঠোর। আনছার,পুলিশ,মোবাইল টিম,ম্যাজিষ্টেট,রেব এর সদস্যরা ছিলেন দায়িত্ব পালনে কঠোর। এক কথায় বলা যায় নিরাপত্তা ব্যবস্থা ছিল খুবই সন্তোষজনক। সকল ভোটার গন তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরেছে কোন সমস্যা হয় নাই এ জন্য সকল কর্মকর্তা ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
গাইবান্ধা জেলা পরিষদের নির্বাচন সোমবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক ৫৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার আতা পেয়েছেন ৫২৩ ভোট। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. অলিউর রহমান বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য, এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন ও ৩টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন এবং ৭টি সদস্য পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক (তালগাছ), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার (ঘোড়া) ও স্বতন্ত্র মো. শরিফুল ইসলাম (হেলিকাপ্টার)। সাত উপজেলায় ৭টি কেন্দ্রে মোট ১ হাজার ১২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে মহিলা ভোটার ২৬৭ ও পুরুষ ৮৫৭ জন। এসব কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ৭ জন, সহকারি প্রিসাইডিং অফিসার ১৪ জন এবং পোলিং অফিসার ২৮ জন তাদের দায়িত্ব পালন করেন। গাইবান্ধা জেলার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের চার সদস্য বিশিষ্ট টিম গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে পর্যবেক্ষণ করেন। চার সদস্য বিশিষ্ট টিমদের নামের তালিকা ১. মোঃ আনছারুজ্জামান ২. সুমন মিয়া ৩.মাহা আলম আকন্দ ও ৪. জাহাঙ্গীর আলম।