আহসান উল্লাহ মহেশখালী প্রতিনিধি।
জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই।
পুরস্কৃত হলেন এএসপি সার্কেল সহ মহেশখালী থানার ৬ পুলিশ অফিসার।
পুলিশ হেডকোয়াটার্স কর্তৃক নির্ধারিত অভিন্ন মানদন্ডে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন-দ্বীপ উপজেলা মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মােঃ আব্দুল হাই।
আজ ০৭ জুলাই(বুধবার)কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালােচনা সভায় এই পুরস্কার প্রদান হয়।
এতে শ্রেষ্ঠ অফিসার হিসেবে আরও পুরস্কৃত হয়েছেন মহেশখালী – কুতুবদিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ( এএসপি )মােঃ জাহেদুল ইসলাম।
মহেশখালী থানার ওসি (তদন্ত)আশিক ইকবাল,সাব ইন্সপেক্টর(এসআই)আল আমিন(এসআই)মােঃজহির ও সহকারী সাব ইন্সপেক্টর(এএসআই)মােঃ আকবর আলী।
মহেশখালী থানার ০৬ অফিসারকে পুরস্কৃত করায় কক্সবাজার জেলা পুলিশ সুপার মােঃ হাসানুজ্জামান সহ উর্ধতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দ্বীপ উপজেলা মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মােঃ আব্দুল হাই
কক্সবাজার জেলায় মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই সহ ৬ পুলিশ অফিসার পুরস্কৃত হয়েছেন।