বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মুন্সিগঞ্জ। 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪ বার পঠিত

জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মুন্সিগঞ্জ।

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি সাইফুল ইসলামঃ

জুলাই গণঅভ্যুত্থান ২০২৫ দিবস উপলক্ষ্যে সকাল ০৯.০০ ঘটিকায় মুন্সীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র কাচারি সংলগ্ন স্থানে মুন্সীগঞ্জ জেলার জুলাই গণঅভ্যুত্থানে শহিদগণের স্মরণে স্থাপিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, উপপরিচালক স্থানীয় সরকার জনাব মৌসুমী মাহবুব, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোছা: নাজমা নাহার, নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শরীফ উল্যাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহবুবুর রহমান, বিভিন্ন দপ্তর প্রধান, শহিদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ছাত্র-জনতা সহ সর্বস্তরের জনগণ।

পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ০৯.৩০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে “জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মিলন” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত।
“চব্বিশের রক্তকথা” নামক পুস্তিকারও মোড়ক উন্মোচন করা হয় এসময়।
অনুষ্ঠান শেষে শহিদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের হাতে জুলাই স্মৃতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রেরিত শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয় ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..