শুক্রবার, ৩০ মে ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন

জীবনে প্রতিষ্ঠিত হতে হলে ছাত্রজীবনেই পরিশ্রম করতে হবে, জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে–ডিসি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৩ বার পঠিত

“জীবনে প্রতিষ্ঠিত হতে হলে ছাত্রজীবনেই পরিশ্রম করতে হবে, জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে–ডিসি

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

গতকাল মঙ্গলবার ২৭/৫/২৫ইং তারাব পৌরসভা কর্তৃক পরিচালিত তারাবো পৌর মাধ্যমিক বিদ্যালয়ে এক সুন্দর ও শিক্ষামূলক পরিবেশে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও খেলনা সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ।
সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইফুল ইসলাম, প্রশাসক, তারাব পৌরসভা।

প্রধান অতিথি মহোদয় শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও খেলনা সামগ্রী তুলে দেন।
তিনি বলেন, “জীবনে প্রতিষ্ঠিত হতে হলে ছাত্রজীবনেই পরিশ্রম করতে হবে, জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে। এই সময়ের পরিশ্রমই ভবিষ্যতের সফলতার ভিত্তি। ছাত্রজীবন পেরিয়ে গেলে আর সেই সুযোগ ফিরে আসে না।”
তাঁর এই মূল্যবান উপদেশ শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করে এবং শিক্ষা অর্জনের প্রতি গভীর আগ্রহ সৃষ্টি করে।
এই উদ্যোগ তারাব পৌরসভার শিক্ষাবান্ধব দৃষ্টিভঙ্গির প্রতিফলন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সু-শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার এক কার্যকর পদক্ষেপ।

উপজেলা প্রশাসন সবসময় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উন্নয়নের লক্ষ্যে পাশে রয়েছে এবং থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..