শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

জিএমপি’র টঙ্গী পশ্চিম থানার অভিযানে ১০ কেজি গাঁজা এবং ১৭০ পিস ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১০১ বার পঠিত

জিএমপি’র টঙ্গী পশ্চিম থানার অভিযানে ১০ কেজি গাঁজা এবং ১৭০ পিস ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

 

এসএম আলীরাজ হোসাইন, ভ্রম্যমান প্রতিনিধি, । ২৯/০৯/২০২২ খ্রিঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উত্তর আউচপাড়া সাকিনস্হ খাঁপাড়া রোড জনৈক আবুল হোসেনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে

১। মোঃ তানভীর (২২) পিতা-সেলিম মিয়া সাং আউচপাড়া, খাঁপাড়া রোড, থানা- টংগী পশ্চিম, জিএমপি গাজীপুর ,

 

২। আসমি সোলায়মান হোসেন জনি(২০) পিতা- শহিদ মিয়া সাং উত্তর লাহরী থানা- মনিরামপুর জেলা – যশোর এপি/ এরশাদনগর ১নং ব্লক থানা- টংগী পশ্চিম জিএমপি গাজীপুর,

 

৩। দেলোয়ার (৩৮) পিতা- মৃত- মমতাজ মিয়া সাং- ভাদাম থানা -টংগী পশ্চিম , জিএমপি গাজীপুর ,

 

৪।বিপ্লব হোসেন(২২) পিতা-ইয়াছিন, সাং-দত্তপাড়া হাসান লেন, থানা-টংগী পূর্ব, জিএমপি গাজীপুর,

 

৫।মোঃ সালমান(২০) পিতা-সালাম, সাং হোসেন মার্কেট, থানা- টংগী পূর্ব, জিএমপি গাজীপুরদের ১০ কেজি গাজা, ১৭০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ২০০০ টাকাসহ গ্রেফতার করা হয়। এদিকে গোয়েন্দা গোপন সাংবাদের ভিত্তিতে জানা গিয়েছে আটকৃত আসামি দীর্ঘ অনেকদিন ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে মাদক চোরাকারবারি করে আসছিল বলে জানা গিয়েছে ,

 

উক্ত ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা রুজু হয়েছে।

 

পুলিশ কমিশনার মহোদয়ের নিদের্শনা অনুযায়ী মাদক বিরোধী অভিযান ও অন্যান্য অভিযান অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..