জাহাঙ্গীর দলে ফিরছেন পাচ্ছেন মেয়র পদ।
গাজীপুর জেলা ব্যুরো প্রধান,
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। ১৯ নভেম্বর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় বৈঠকে জাহাঙ্গীর আলমকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। কেন্দ্রেরে এই সিদ্ধান্তে জাহাঙ্গীর সমর্থকরা বাঁধভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। নগরবাসীও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে জাহাঙ্গীর বিরোধী সমর্থকরা প্রচার চালায় যে, কেন্দ্র থেকে জাহাঙ্গীর আলমের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এ নিয়ে এক ধরণের ধোঁয়াশার সৃষ্টি হয়। যেটির অবসান ঘটে গত দুদিনে কেন্দ্রীয় আওয়ামী লীগের তিন নেতার বক্তব্যে। তাদের বক্তব্যে জাহাঙ্গীরকে দলে ফেরানোর বিষয়টি সুস্পষ্ট হয়। এমতাবস্থায় জাহাঙ্গীর আলমের মেয়র পদ ফিরে পাওয়া নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন স্থানীয় আওয়ামী লীগের একাংশ ও জাহাঙ্গীর সমর্থকরা। তাদের দাবি, যে অভিযোগে জাহাঙ্গীরকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল সেটি প্রমাণিত হয়নি। তাকে ষড়যন্ত্র করে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। এমতাবস্থায় নগরীর উন্নয়নের স্বার্থে জাহাঙ্গীর আলমকে অনতিবিলম্বে মেয়র পদ ফিরিয়ে দেওয়ার দাবি তার সমর্থকদের। জাহাঙ্গীর আলমের মেয়র পদ নিয়ে কথা বলেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। এলজিআরডি মন্ত্রী বলেন, বিষয়টি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। তাকে তো মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়নি, সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে ক্ষমা করা হয়েছে। অনেকে কলহে-বিবাদে জড়িয়েছে, শৃঙ্খলাবিরোধী বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তাকে ক্ষমা করা হয়েছে। জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তে উজ্জীবিত তার কর্মী-সমর্থকরা। জনপ্রিয় এই নেতাকে দলে ফিরিয়ে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো বিচক্ষণতা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন বলে মনে করছেন গাজীপুর নগরবাসী। দলে ফেরার গ্রিন সিগন্যাল পাওয়ায় এবার জাহাঙ্গীর আলমের মেয়রের চেয়ারে বসার ক্ষেত্রে যে বাধা সেটিও কেটে যাবে এমন প্রত্যাশা নগরবাসীর। জাহাঙ্গীর আলমের দলে ফেরার বিষয়ে জানতে চাইলে মহানগর আওয়ামী লীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল বলেন, দলীয় সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই। আর ক্ষমা তো মহত্বের লক্ষণ। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত। আমার এর বাইরে যাওয়ার সুযোগ নেই। বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আমি স্থানীয় মন্ত্রী, সংসদ সদস্য এবং দলীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে আগামী দিনে আধুনিক গাজীপুর গড়ার কাজে হাত দেব। প্রধানমন্ত্রীর হাতকে আমরা সম্মিলিতভাবে শক্তিশালী করব।
তিনি আরও বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। গাজীপুর মহানগরীর ৫৭টি ওয়ার্ডের সবাইকে নিয়ে গাজীপুর মহানগরকে আধুনিক বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলব।