বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন

জালকুড়িতে যৌতুকের জন্য গৃহবধুকে নির্যাতন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ১৬৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি সারোয়ার মৃধা ঃঃ সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে নির্যাতন করায় স্বামী রাসেল (৩৫) এর বিরুদ্ধে মামলা দায়ের করেন গৃহবধু হোসনে আরা আক্তার (২১)। সেই মামলায় স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন শান্তিপূর্ণভাবে ঘর-সংসার করবে শর্তে জামিনে মুক্তি লাভ করে রাসেল।

মামলায় জামিনের পর মামলা করার ক্ষোভে আরো বেশী ক্ষিপ্ত হয়ে উঠে শ্বশুর বাড়ির লোকজন। যার জের ধরে এবার হোসনে আরার বড় বোনকে নির্যাতন করে ডান হাত ভেঙ্গে দিয়েছে স্বামী রাসেলের বাড়ির লোকজন। এখন জামিনে এসে রাসেল গৃহবধু হোসনে আরা আক্তারকে নিয়ে সংসার করবে না বলছে ও অন্যত্র বিয়ে করার চেষ্টা করছে এবং নতুন একটি মেয়ে কে নিয়ে বিভিন্ন্ জায়গায় ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে।
গত সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় এই নির্যাতনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় হোসনে আরা আক্তার বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় স্বামী রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন (যার-নং-৩৬)। তবে অভিযুক্তদের এখনও আটক করতে পারেনি পুলিশ অন্য অভিযুক্তরা হলো জালকুড়ি দক্ষিণপাড়া এলাকার ১ নং বিবাদীর পিতা শফিউদ্দিনের বড় বোন জামাই রুবেল (৪৫), কাদির, সানোয়ারসহ অজ্ঞাত আরো ৪/৫ জন।
এ বিষয়ে হোসনে আরার ভগ্নিপতি আল-আমিন বলেন, আমার শ্যালিকাকে বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তার স্বামী রাসেলসহ পরিবারের সবাই শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। আমরা আইনের আশ্রয় নিলে তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। যার ধারাবাহিকতায় আমার বাসায় প্রবেশ করে আমার স্ত্রী রোকসানা আক্তারকে নির্মমভাবে নির্যাতন করে এবং শ্লীলতাহানী করে তারা। এতে আমার স্ত্রীর ডান হাত ভেঙে গেছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। আমি প্রশাসনের কাছে এই নারী নির্যাতনের কঠোর শাস্তি দাবি করছি।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মোখলেছ জানান, এ ঘটনায় মামলা দায়ের করেছেন অভিযুক্ত রাসেলের স্ত্রী। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।অভিযুক্ত স্বামী রাসেলকে গ্রেফতারের দাবী জানিয়েছেন গৃহবধু হোসনে আরা আক্তার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..