জামালপুর সরিষাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা ৫০০০ টাকা ।
আমিনুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টার
জামালপুর জেলার সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
০৫-০৩-২৫ ইং( বুধবার) দুপুরে শিমলা বাজারে “কালাচাঁদ মিষ্টান্ন ভান্ডার ” প্রোঃ অনিল কুমার ঘোষ এর দোকান ও কারখানায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবমাননা করায় ৫০০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত । কারখানা কর্তৃপক্ষ ভুল ক্রুটি স্বীকার করে এবং আগামীতে পরিবেশ সম্মত কাজ করার শর্তে উক্ত জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল। এ সময় সরিষাবাড়ী থানার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। এলাকার স্থানীয় জনগণ ভ্রাম্যমান আদালত কে স্বাগত জানিয়েছেন এবং এ অভিযান কার্যক্রম অব্যাহত রাখতে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।