রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

জামালপুর সরিষাবাড়ীতে বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২ বার পঠিত

জামালপুর সরিষাবাড়ীতে বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

জামালপুর জেলা থেকে আমিনুল ইসলাম।

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় দীর্ঘ দিন পর বিএনপি’র দ্বি বার্ষিক সম্মেলন রেলওয়ে ময়দানে অনুষ্ঠিত হয়। সরিষাবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক আজিমুদ্দিন আহমেদ উক্ত সম্মেলনের সভাপতিত্ব করেন । উক্ত সম্মেলন উদ্বোধন করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শরিফুল আলম ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট শাহ মোঃ ওয়ারেশ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ ,মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ। দীর্ঘ দিন পর উৎসবমুখর পরিবেশে বি এন পির সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি’র সাবেক মহাসচিব মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ বক্তৃতা করেন। হাবিবুল নবী খান সোহেল বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ব্যালট বাক্সে ধানের শীষের ভোটের অভাব হবে না। তিনি আরো বলেন যারা ভোটের অধিকার হরণ করেছে তাদেরকে জনগণ আর নির্বাচনে দেখতে চায় না ।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি হিসেবে আজিম উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে জনাব ফরিদুল কবির তালুকদার শামীম নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..