জামালপুর সরিষাবাড়ীতে নিখোঁজের দেড় মাস পর একই ক্লাসে পড়ুয়া ছাত্র/ছাত্রী পুলিশের হস্তক্ষেপে উদ্ধার ও জেল হাজতে প্রেরণ ।
আমিনুল ইসলাম
স্টাফ রিপোর্টার
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া গ্রামের পান্না মিয়ার মেয়ে নুসরাত জাহান (১৭) গত ০৮-০১-২৫ ইং তারিখ হতে বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন ।
এ বিষয়ে বাবা পান্না মিয়া বাদী হয়ে সরিষাবাড়ী থানা জিডি নং ৪৭৬ তাং ১০-০১-২৫ ইং এবং মোকদ্দমা নং ৫ তারিখ – ১২-০১-২৫ ইং তারিখ মূলে একটি মামলা দায়ের করা হয়।
জিডি ও অভিযোগ সূত্রে জানা যায়, নুসরাত জাহান অথই গত ০৮-০১-২৫ ইং তারিখ রাত ২ ঘটিকার দিকে ওয়াশরুমে যাওয়ার জন্য বাহিরে যায়। এসময় সিফাত মিয়া (২০) পিতা – লিটন মিয়া গ্রাম -হরিষা,উপজেলা -গোপালপুর জেলা- টাঙ্গাইল। সে বলপ্রয়োগ পূর্বক মুখ চাঁপা দিয়ে ধরে নিয়ে যায় । এখানে উল্লেখ্য যে, সিফাত এবং নুসরাত জাহান সরিষাবাড়ী উপজেলার পিংনা সুজাত আলী অনার্স কলেজ এইচএসসি ২য় বর্ষে অধ্যয়নরত । সিফাত প্রায়ই নুসরাত জাহান কে প্রেম নিবেদন ও উত্যক্ত করত বলে বাবা পান্না মিয়া অভিযোগ করেন। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া বলেন ,পুলিশের উদ্ধার তৎপরতা মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ঢাকা জেলার আশুলিয়া থানার জামগড়া এলাকা থেকে গত ১৫-০২-২৫ ইং তারিখ ছেলে মেয়ে উভয়কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।