জামালপুর প্রেসক্লাবে নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
জেলা প্রতিনিধি, জামালপুর
জামালপুর-৫ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মূখ্য সচিব মো. আবুল কালাম আজাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে সাংবাদিকরা এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে আবুল কালাম আজাদ এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্ ও জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু।
জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার নির্বাহী সম্পাদক কবি সাজ্জাদ আনসারী, জামালপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, দৈনিক সচেতন কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রশাসক বজলুর রহমান, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, কালের কন্ঠের জেলা প্রতিনিধি মোস্তফা মনজু, জামালপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য (সহযোগী) মনজুরুল ইসলাম, জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ্ আল মামুন সুমন, একুশে টিভির জেলা প্রতিনিধি মুক্তা আহমেদ, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি মাহফুজ আহমেদ, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম নিরব, জনবানী জেলা প্রতিনিধি এম কাওছার সৌরভ, প্রতিদিনের বাংলাদেশ জেলা প্রতিনিধি আলমগীর হোসেন সহ প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিকরা নবনির্বাচিত এমপিকে জেলার সার্বিক উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এমপি আবুল কালাম আজাদ পর্যায়ক্রমে জেলার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস এবং সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।