জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় অশ্লীল নৃত্য ও জুয়ার আসর থেকে নারীসহ ৪১ জনকে আটক করেছে যৌথ বাহিনী
মুবাশশির আলম রাহুল, জামালপুর
মঙ্গলবার গভীর রাতে ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হারঘিলা বাঁধ এলাকায় অশ্লীল নৃত্য ও জুয়ার আসর থেকে ৩ জন নারী ও ৩৮ জন পুরুষকে আটক সহ ২১টি মোটরসাইকেল, ৩২টি মোবাইল ফোন উদ্ধার করেছে এর মাঝে ২৪ টি মোবাইল অ্যান্ড্রয়েড, ৮টি বাটন মোবাইল উদ্ধার করেছে যৌথ বাহিনী।
পুলিশ জানায়,গোপন তথ্যের ভিত্তিতে ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের একটি প্রত্যন্ত এলাকায় (রামভদ্রা গ্রাম) রাতের আঁধারে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলছিল মর্মে খবর পেয়ে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবার দিক নির্দেশনায় আফিসার ইনচার্জ, ইসলামপুর থানার অফিসার ইনর্চাজ মোঃ সাইফুল্লাহ সাইফের নেতৃত্বে দেওয়ানগঞ্জের আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর সমন্বিত যৌথ বাহিনীর চৌকশ আভিযানিক দল মঙ্গলবার রাত ১২:৩০ থেকে ৬:০০ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ৩ নারীসহ ৪১ জনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সোনামখি এলাকার আজাহার আলীর ছেলে মোঃ নাজু মিয়া (৩৩),পূর্ব গামারিয়া এলাকার আ: রশিদের ছেলে রাকিব (২৮), মেলান্দহ উপজেলার চার পলিশা এলাকার মৃত ফরিদুল ইসলামের ছেলে রেজাউল মিয়া (১৯)সহ ৩৮ জন্য পুরুষ ও ৩ জন্য নারী। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২১ টি মোটরসাইকেল।
জুয়া ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আসামিদের গ্রেফতারপূর্বক পৃথক দুটি মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।