জামালপুরে ১০৮ তমা বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
মোঃরাকিব হাসান জামালপুর।
জামালপুরে ১০৮ তমা বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) সকালে সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে,১০৮ তম বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে,জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন,মশালসহ মাঠ পরিক্রম,করা হয়,প্রধান অতিথি:সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক জামালপুর জেলা বিএনপি,এডভোকেট শাহ মোঃওয়ারেছ আলী মামুন,বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়,সফিউর রহমান শফি,প্রধান শিক্ষক সিংহজানী কাচারীপাড়া মডেল সরকারি বিদ্যালয়,তপন কুমার সরকার,সিনিয়র শিক্ষক সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়,মোঃ জাহাঙ্গীর আলম,সহ শিক্ষক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।