জামালপুরে মাকে কুপিয়ে হত্যা
মুবাশশির আলম রাহুল, জামালপুর
আজ সকালে জামালপুর পৌরশহরের হাটচন্দ্রা এলাকায় গাছ বেচা কে কেন্দ্র করে মাকে কুপিয়ে হত্যা করেছে পুত্র
নিহত মঞ্জিলা বেগম জিরা (৬৫) হাটচন্দ্রা গ্রামের মৃত তোতা মিয়ার স্ত্রী ৷ ঘটনার পর পালিয়ে গেছে ঘাতক পুত্র মনজুরুল ইসলাম মঞ্জু (৩৮)
পারিবারিক সূত্রে জানা গেছে চোখের চিকিৎসার জন্য মঞ্জিলা বেগম জিরা বাড়ির ছোট তিনটি মেহগনি ও একাশিয়া গাছ ১৬ হাজার টাকায় বিক্রি করে৷ আজ সকাল ১০ টায় গাছিরা গাছ কাটা শুরু করলে প্রথমে গাছিকে ছুরি দিয়ে আঘাত করে ৷ ফেরাতে গেলে মাকে ছুরি দিয়ে কপিয়ে হত্যা করে ৷ গুমরত আহত গাছি ফরিদ মন্ডলকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ৷
জামালপুর সদর থানার ওসি তদন্ত আনিসুর আশিকিন জানান,পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ৷ ঘাতক পুত্রকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে ৷