মোঃরাকিব হাসান জামালপুর।
জামালপুরে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। সোমবার ১২ জুলাই দুপুরে ইসলামপুর উপজেলার পচাবহলা, গাইবান্ধা, শাহপাড়াসহ বিভিন্ন এলাকায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত প্রায় দুইশ ঘর পরিদর্শন করেন ও সুবিধাভোগীদের খোঁজ খবর নেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জামাল আব্দুন নাসের বাবুল, ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে আশ্রয়ণ প্রকল্পে অবস্থান করা সুবিধাভোগী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী, নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও জেলা প্রশাসক গাছের চারা রোপন করে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..