মোঃ সজিব খান জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরে বৃষ্টির পানিতে বন্ধি প্রায় ৫০টি পরিবার। কালভাট ভেঙ্গে বন্ধ ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমন জলাবদ্ধা হয়েছে বলে ধারণা এলাকাবাসীর।
উভ:
শহরের বেলটিয়া থেকে শরিফপুর পাওয়ার প্লান্ট পর্যন্ত নির্মিত বাইপাস সড়কের ৬ টি কালভার্টিই ভেঙ্গে বন্ধ হয়ে থাকায় পানি নিষ্কাষনের কোন ব্যবস্থা নেই। এতে সামান্য বৃষ্টি হলেই ওই এলাকায় জলাবদ্ধার সৃষ্টি হয়ে পানি থাকার ঘর পর্যন্ত উঠে পড়ে। আজ সকালে বৃষ্টিতে ভিজেই কালভার্ট ভেঙে নিজেরাই পানি নিষ্কাষনের ব্যবস্থা করেন এলাকাবাসী। তবে এ সমস্যার দ্রত সমাধানের আশ্বাস দেন পৌর মেয়র ও স্থানীয়
কাউন্সিলর।