জামালপুরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের শুভ উদ্বোধন
মোঃ রাকিব হাসান জামালপুর।
জামালপুরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার ১২ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।
শহরের রানীগঞ্জ বাজারে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান, বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের মিলনস্থল হিসেবে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ব্যপক ভূমিকা রাখবে। তাছাড়া নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বীরত্ব সম্পর্কে জানতে পারবে।
১২.০৯.২১