শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন

জামালপুরে বিএনপির সম্মেলনকে সফল করতে জেলা মৎস্যজীবী দলের প্রচার মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩ বার পঠিত

মোঃরাকিব হাসান জামালপুর।

আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে সফল ও স্বার্থক করার লক্ষে জামালপুরে প্রচার মিছিল ও সমাবেশ করেছে জেলা মৎস্যজীবী দল।

বৃহস্পতিবার (২১আগস্ট) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ প্রচার মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এসময় তিনি নেতাকর্মীদের আগামী ২৩ আগস্ট জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে সর্বাত্মক সফল করা আহ্বান জানান।

প্রচার মিছিলে জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাহেব আলী,জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন, সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..