শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

জামালপুরে বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে মিছিল ও সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৫ বার পঠিত

জামালপুর প্রতিনিধি।

দীর্ঘ ৯ বছর পর আগামী ২৩ আগষ্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলন বন্ধের দাবিতে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের ব্যানারে মিছিল ও সমাবেশ দলের একাংশের নেতাকর্মীরা।

শনিবার (১৬ আগস্ট) দুপুর শহরের বকুলতলা চত্বরে সমাবেশ শেষে শহর প্রদীক্ষীন করে দয়াময়ী মোরে শহীদ মিনারের সামনে সমাপনী হয় ।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহাম্মেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বিঞ্চ চন্দ্র মন্ডল, যুব নেতা খায়রুল ইসলাম লিয়ন, শহর যুবদলের সদস্য সচিব জিয়াউর হক জিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক রানা ম্যানশন, জিয়া সাইবার ফোর্সের আহবায়ক এম এম শুভ পাঠান, সংগ্রামী দলের সাবেক সাধারণ সম্পাদক আশিক রায়হান পারভেজ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি অবৈধ। ৯ বছর হলো এই মেয়াদোত্তীর্ণ কমিটি আগামী ২৩ আগস্ট সম্মেলনের তারিখ ঘোষণা করেছে। এই তৃণমূল বিএনপি এই সম্মেলন মানেন না৷ তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূলকে গুরুত্ব দিয়ে আহবায়ক কমিটি অথবা সম্মেলন প্রস্তুতি কমিটি দেওয়ার দাবি জানান তারা।

সমাবেশে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..