মোঃরাকিব হাসান স্টাফ রিপোর্টার
জামালপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতির মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩০ জুন বিকেলে শহরের দয়াময়ী মন্দিরে সংগঠনের প্রয়াত সভাপতি শ্রী বীরেন্দ্র চন্দ্র দাসের মৃত্যুতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ জেলা শাখা এই শোক সভার আয়োজন করে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি কৃষিবিদ লক্ষি কান্ত পন্ডিতের সভাপতিত্বে বক্তব্য রাখেন রমেন বনিক, বিপুল কান্তি লাল, সিদ্ধার্থ সংকর রায় প্রমুখ। এ সময় বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনা নিয়ে শ্রী বীরেন্দ্র চন্দ্র দাস সকল ধর্মের সহাবস্থানের জন্য কাজ করে গেছেন। উল্লেখ্য, গত ২৮ জুন শ্রী বীরেন্দ্র চন্দ্র দাস ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..