সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন

জামালপুরে প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান জামালপুর জেলা প্রেসক্লাব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২০৫ বার পঠিত

 

জামালপুরে প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান জামালপুর জেলা প্রেসক্লাব
মোঃরাকিব হাসান জামালপুর ।
জামালপুরে এক প্রতিবন্ধী কন্যা শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। রবিবার ২২আগষ্ট দুপুরে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই হুইল চেয়ার প্রদান করা হয়।
হুইল চেয়ার বিতরণকালে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক ফজলে এলাহী মাকাম, শুভ্র মেহেদী, তানভীর আহমেদ হীরা প্রমুখ। এ সময় বক্তারা বলেন, এখন আর প্রতিবন্ধীরা পরিবার বা সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীরা তাদের সুপ্ত প্রতিভা বিকশের মাধ্যমে সমাজ ও দেশের জন্য অবদান রেখে যাচ্ছে। সরিষাবাড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের আর্থিক সহায়তায় দিনমজুর জবেদ আলীর প্রতিবন্ধী কন্যা শিশু নামিয়ার চলাফেরা করার জন্য এই হুইল চেয়ারটি প্রদান করা হয়। চেয়ারটি পেয়ে শিশুটির স্বাভাবিক চলাফেরায় যেমন কষ্ট লাঘব হয়েছে, তেমনি খুশি তার পরিবার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..