জামালপুরে ধান চাল সংগ্রহ অভিযান
মুবাশশির আলম রাহুল, জামালপুর
জামালপুরে সরকারি ভাবে অভ্যন্তরী ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে৷ আজ ২৭/০৪/২০২৫ ইং তারিখ সকাল ১০ ঘটিকা সময়ে সিংহজানী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস।
এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান ও সিংহজানী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশরাত আহাম্মেদ পাপেলসহ মিল মালিক ও কৃষকরা উপস্থিত ছিলেন।
জেলা জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান জানান, জেলা চাল মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ইদ্রীস আলী চলতি মৌসুমে জেলায় সরকারি ভাবে ৮ হাজর ৯৩১ মেট্রিক টন ধান, ৪১ হাজার ৮৩৫ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চুক্তিবদ্ধ ২১৪ জন চালকল মালিক সরকার নির্ধারিত ৪৯ টাকা কেজি মূল্যে চাল এবং কৃষকরা ৩৬ টাকা কেজি মূল্যে ধান সরবরাহ করবেন। একজন কৃষক সর্বোচ্চ তিন টন ধান সরবরাহ করতে পারবেন।