মোঃরাকিব হাসান জামালপুর।
জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে মোয়াজ্জেম হোসেন(৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর উপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার রাতে সদর উপজেলার পূর্বপাড় দিঘুলী খামার বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন জানান, একই এলাকার মোস্তাফিজুর রহমান মঞ্জুর সাথে তার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে রবিবার রাতে মোস্তাফিজুর রহমান ও তার ছেলে ত্রিসাদসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ও তার স্ত্রী শামীমা আক্তার জাহানের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এঘটনায় সোমবার ২ আগষ্ট দুপুরে ওই বীর মুক্তিযোদ্ধার স্ত্রী শামীমা আক্তার জাহান বাদী হয়ে মোস্তাফিজুর রহমান ও তার ছেলে ত্রিসাদকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন।
নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাবিবুর রহমান জানান, এঘটনায় মামলার প্রধান আসামী মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়েছে। আপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..