জামালপুরে কিশোর গ্যাং অপসংস্কৃতি বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা সভা
মোঃ রাকিব হাসান জামালপুর ।
জামালপুরে কিশোর গ্যাং অপসংস্কৃতি বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা সভা করেছে র্যাব।
বুধবার ২৭ অক্টোবর সকালে জামালপুর জিলা স্কুলে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষিকা হালিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব -১৪ জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিনাল কান্তি সাহা। সভায় বক্তারা, ছাত্রদেরকে সংঘবদ্ধ হয়ে মোবাইলে গেমস খেলা, দলবদ্ধ হয়ে আড্ডা দেওয়া থেকে বিরত থাকতে শিক্ষার্থীদের সচেতন করেন। এ সময় বক্তারা কিশোর গ্যাং ও অপসংস্কৃতি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে সন্তান কোথায় যায়, কার সাথে আড্ডা দেয় সেসব বিষয়ে খোঁজ রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। আলোচনা সভায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
২৭.১০.২১